যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বন্দর ইজারা বাতিল দাবিতে যশোরে বাম দলগুলোর বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর,২০২৫, ০৭:০৮ পিএম
বন্দর ইজারা বাতিল দাবিতে যশোরে বাম দলগুলোর বিক্ষোভ

বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে এবং ‘যমুনা অভিমুখী যাত্রায় অন্তর্বর্তী ইউনুস সরকারের’ পুলিশি হামলার বিরুদ্ধে যশোরে বাম গণতান্ত্রিক জোটসহ কয়েকটি দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে শহরের মুজিব সড়ক- প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বামমোর্চা, বাংলাদেশ জাসদ ও জাতীয় গণফ্রন্টের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবশে বক্তৃতা করেন বাম গণতান্ত্রিক জোট যশোরের সমন্বয়ক হাচিনুর রহমান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম-উর-রহমান, যশোর সিপিবির সাধারণ সম্পাদক আবু হাসান, বাসদ-এর জেলা আহ্বায়ক শাহজান আলী।

নেতৃবৃন্দ বলেন, বন্দর ইজারা জাতীয় সম্পদ বিদেশিদের কাছে হস্তান্তরের ষড়যন্ত্র। পুলিশি হামলার নিন্দা জানিয়ে তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনে দমনপীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত ইজারা বাতিল ও হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান ।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)