চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন তানভীর আহমেদ। তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চৌগাছা অফিসার্স ক্লাব নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে তিনি চৌগাছা উপজেলা পরিষদে পৌঁছান।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রকৌশলী তাসমিন জাহান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় ও পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরে তাকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহান, অফিসার্স ক্লাবের সেক্রেটারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজম ওবায়দুল্লাহ, নির্বাচন কর্মকর্তা এসএম রোমেল, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, খাদ্য কর্মকর্তা ইন্দ্রজিৎ রায়, যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র, মহিলাবিষয়ক কর্মকর্তা আঞ্জুমানআরা মাহমুদা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার, খাদ্যগুদাম কর্মকর্তা রাকিব উদ্দিন, বন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, এপি আশরাফুল হক, আনছার ভিডিপি কর্মকর্তা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাস্টার কামাল আহমেদ, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।