যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চারণকবি বিজয় সরকারের মৃত্যুবার্ষিকী আজ

নড়াইল সংবাদদাতা

প্রকাশ : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর,২০২৫, ০৩:৩৫ পিএম
চারণকবি বিজয় সরকারের মৃত্যুবার্ষিকী আজ

বাংলা লোকসংগীতের অনন্য প্রতিভা চারণকবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর)। ১৯৮৫ সালের এই দিনে বার্ধ্যকজনিত কারণে তিনি ভারতের পশ্চিমবঙ্গের কেউটিয়ায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। সেখানেই তাঁর দাফন সম্পন্ন হয়।

তার দুই ছেলে কাজল অধিকারী ও বাদল অধিকারী বর্তমানে ভারতে বসবাস করছেন।

১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি বিজয় সরকার নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম নবকৃষ্ণ অধিকারী এবং মায়ের নাম হিমালয়া দেবী। নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করলেও (মতান্তরে মেট্রিক পর্যন্ত) শৈশব থেকেই তিনি সঙ্গীত ও সৃষ্টিশীলতায় মনোনিবেশ করেন। তাঁর দুই স্ত্রী বীণাপানি অধিকারী ও প্রমোদা অধিকারী ইতোমধ্যে মারা গেছেন।

বিজয় সরকার একাধারে গীতিকার, সুরকার ও গায়ক হিসেবে বাংলা সঙ্গীতে এক অনন্য অবস্থান তৈরি করেন। এক হাজার ৮০০-এর বেশি গান রচনা করেছেন তিনি। প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সঙ্গীত ও গায়কীতে অসাধারণ কৃতিত্বের জন্য তিনি ‘সরকার’ উপাধিতে ভূষিত হন।

লোকমনে তিনি ‘পাগল বিজয়’ নামেও সমধিক পরিচিত। শিল্প-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে তাকে মরণোত্তর একুশে পদকে সম্মানিত করা হয়।

এদিকে, বিজয় সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (০৪ ডিসিম্বর) সকাল ১০টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বিজয়গীতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)