সাতক্ষীরা প্রতিনিধি
বৈষম্য দূর করে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের ১০ম গ্রেড প্রদানসহ ৫ দফা দাবিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতারের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারি সেবা-পরিষেবা দেশের তৃণমূল পর্যায়ে পৌঁছায়। এসব সেবা প্রদানে ইউনিয়ন পরিষদে কর্মরত জনবলের মধ্যে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের (পূর্বতন ইউপি সচিব) পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মাধ্যমেই তৃণমূল মানুষ সরকারিসেবা পেয়ে থাকে।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা পদে ১৯৯০ সাল থেকে স্নাতক ডিগ্রিধারীদের নিয়োগ করা হয়। ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয় বা দপ্তরে কর্মরত সমপদে বা নিম্নপদের অনেকেরই যেমন উপসহকারী কৃষি কর্মকর্তা, উপ-সহকারী ভূমি কর্মকর্তা, গ শ্রেণির পৌর নির্বাহী কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/সহকারী শিক্ষক, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের ফিল্ড অ্যাসিসট্যান্ট, পুলিশের এসআইদের বিভিন্ন সময়ে বেতন স্কেল আপগ্রেড করা হলেও ইউপি প্রশাসনিক কর্মকর্তা পদটি সেই তিমিরেই রয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সেরাজুর রহমান, সহসভাপতি কবীরুল আলম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, রেহানা খাতুন, নাসরিন সুলতানা প্রমুখ।