ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহ শহরের পবহাটী এলাকায় নিখোঁজের ১৩ ঘণ্টা পর প্রতিবেশির ঘর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত সন্দেহ এক নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (০৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে শিশু সাইমা আক্তার সাকার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাইমা বুধবার সকাল ৮টার দিকে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। সকাল থেকে মাইকিং করে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।
এদিন রাত ৯টার দিকে প্রতিবেশি মাসুদ হোসেনের স্ত্রী শান্তনা খাতুনকে বোরখা পরে বাড়ির বাইরে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তার ঘরে প্রবেশ করে খাটের নিচে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মাসুদ হোসেনের স্ত্রী শান্তনা খাতুনকে আটক করেছে পুলিশ।
শিশু হত্যার ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। আর পুলিশ বলছে, তদন্তের পর হত্যার সঠিক কারণ জানা যাবে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িয়ে থাকার অভিযোগে শান্তনা খাতুন নামে এক নারীকে আটক করা হয়েছে।