যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর,২০২৫, ০১:২০ পিএম
যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক আটক

যশোর কালেক্টরেট ভবন থেকে ইন্টারনেট, ডিস সংযোগসহ বিভিন্ন কেবল (তার) চুরি করার সময় বিপ্লব ওরফে মিটন (৩০) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে ওই ভবনের স্টাফরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। আটক মিটন খুলনার ৫ নম্বর ঘাট এলাকার নুরু বাবুর্চির ছেলে। বর্তমানে যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার কালুর বাড়ির ভাড়াটিয়া।

কালেক্টরেট ভবনের নাজির রফিকুল ইসলাম জানিয়েছেন, ভবন থেকে প্রায় সময় ইন্টারনেট, টেলিফোন, ডিস সংযোগসহ বিভিন্ন ধরনের তার চুরি হয়। কিন্তু কাউকে আটক করা যায় না। মাসখানেক আগে ত্রাণ ও দুর্যোগ ভবনের প্রায় ৪০ হাজার টাকা মূল্যের তার চুরি হয়ে যায়। বৃহস্পতিবার সকালে ওই যুবক কালেক্টরেট ভবনের দোতলা থেকে তার চুরি করে নিচে নামার সময় স্টাফরা তাকে আটক করে। সে সময় সে চুরি করেনি বলে জানায়। পরে উত্তমমাধ্যম দেওয়ার পর সে স্বীকার করে।

ঘটনা শুনে তার স্ত্রী সায়রা বেগম তিন সন্তান নিয়ে সেখানে যান এবং ক্ষমা চান।

নাজির রফিকুল ইসলাম বলেছেন, তাকে পুলিশে সোর্পদ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)