স্টাফ রিপোর্টার
, যশোর
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ হিন্দু মহাজোট এবং নীলগঞ্জ মহাশ্মশান কমিটি পৃথক প্রার্থনা সভা করেছে। বুধবার এসব কর্মসূচিতে বেগম খালেদা জিয়াকে নারী জাগরণের আপোষহীন নেত্রী অভিহিত করে তার সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়।
দুপুরে জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা শাখার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থা রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, জাতীয় হিন্দু মহাজোটের যশোর জেলা সহসভাপতি অমল অধিকারী, সাধারণ সম্পাদক সঞ্জিত অধিকারী, সনাতন ধর্ম সংঘের সাধারণ সম্পাদক অখিল চক্রবর্তী, মুড়লি জোড়া শিব মন্দিরের সেবায়েত অধ্যাপক গোপিকান্ত সরকার।
অন্যদিকে, সন্ধ্যায় নীলগঞ্জ মহাশ্মশান কমিটির উদ্যোগে শ্মশান চত্বরে অনুষ্ঠিত প্রার্থনা সভায় উপরোক্ত নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন শ্মশান কমিটির সভাপতি অধ্যাপক অলোক কুমার ঘোষ, যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের যশোর জেলা সদস্য সচিব নির্মল কুমার বিট, প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধাকান্ত বিশ্বাস, শ্মশান কমিটির যুগ্ম আহ্বায়ক দীপক কুমার রায়, অ্যাডভোকেট কিশোর সাহা মিন্টু, লিটন অধিকারী, বিশ্বজিৎ হালদার, তপন পোদ্দার এবং বিমল রায়।
সভাটি সঞ্চালনা করেন নীলগঞ্জ মহাশ্মশান কমিটির নেতা দীপক কুমার রায়।