যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাংবাদিক ইউনিয়ন যশোরের দোয়া অনুষ্ঠান

খালেদা জিয়া ঐক্যের প্রতীক, তিনি ফিরবেন ইনশাল্লাহ: অমিত

স্টাফ পিরোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর,২০২৫, ০১:৫৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর,২০২৫, ০২:০৪ পিএম
খালেদা জিয়া ঐক্যের প্রতীক, তিনি ফিরবেন ইনশাল্লাহ: অমিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে দোয়া অনুষ্ঠান করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনে অনুষ্ঠিত এই দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

দোয়ায় বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে মহান রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করা হয়। একইসাথে তার দীর্ঘায়ুও কামনা করা হয়।

দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। প্রধান অতিথি ছাড়াও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন আলোচনা করেন।

আলোচনার পর দোয়া অনুষ্ঠিত হয়

প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এদেশের সকল পেশার মানুষ দলমতের ঊর্ধ্বে উঠে যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, নামাজ পড়ছেন, মানত করছেন, রোজা রাখছেন, ধর্মবিশ্বাসের ঊর্ধ্বে উঠে যেভাবে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করছেন, আমি মনে করি একজন রাজনীতিবিদ হিসেবে এর থেকে বড় আর কিছু হতে পারে না।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া যে প্রকৃতই বাংলাদেশের নেত্রী তার এই দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে তা তিনি প্রমাণ করেছেন। তবে, আজ যখন তার জীবন সংকটাপন্ন তখন সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা, সারা দেশের মসজিদে দোয়া-এটিই প্রমাণ করেছে সাম্প্রতিক অতীতে তার মতো এত গ্রহণযোগ্য, এত জনপ্রিয় মানুষ আর কেউ নেই।

অমিত বলেন, সমগ্র বাংলাদেশের মানুষ তারজন্য প্রার্থনারত এই কারণে যে আজকে বেগম খালেদা জিয়া দলের ঊর্ধ্বে একজন মানুষ। তিনি বাংলাদেশের ঐক্যের প্রতীক, তিনি বাংলাদেশের অভিভাবক। অভিভাবক যদি শূন্য হয়ে যায়, তবে সেই পরিবার কতো সংকটে নিপতিত হয় তা আমরা সকলে জানি। তাই বাংলাদেশ আজকে সেই আশংকার জায়গা থেকে, উদ্বেগ-উৎকণ্ঠার জায়গা থেকে প্রার্থনা করছে।

দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম ও মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর, লেখক ও অ্যাক্টিভিস্ট বেনজীন খান, সাংবাদিক ইউনিয়ন যশোর ও প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, সাংবাদিকনেতা আনোয়ারুল কবীর নান্টু, নূর ইসলাম, সরোয়ার হোসেন, তৌহিদ জামান, এম আর মশিউর, বিএম আসাদ, মীর কামরুজ্জামান মনি ও হানিফ ডাকুয়া।

দোয়া অনুষ্ঠানে সাংবাদিক ছাড়াও দলমতনির্বিশেষ সকল শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)