যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আমদানির সময়সীমা শেষ

৪ মাসে ভারত থেকে এসেছে ১৮ হাজার মেট্রিক টন চাল

শাহারুল ইসলাম ফারদিন

প্রকাশ : মঙ্গলবার, ২ ডিসেম্বর,২০২৫, ০৫:৫০ পিএম
৪ মাসে ভারত থেকে এসেছে ১৮ হাজার মেট্রিক টন চাল

সরকার ঘোষিত চাল আমদানির সময়সীমা শেষ হয়ে গেছে। চারমাসে ভারত থেকে এসেছে ১৮ হাজার মেট্রিক টন চাল। চাল আমদানির এ সময়সীমা ছিলো গত ২১ আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।

ভারতের পেট্রাপোল বন্দর হয়ে গত চার মাসের মধ্যে ৫৫ কার্যদিবসে বেনাপোল বন্দরে এসেছে ১৮ হাজার ১১ মেট্রিক টন চাল।

গত ২১ আগস্ট নয়টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চালের প্রথম চালান বেনাপোল বন্দরে প্রবেশ করে।

২১ আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৫৫ দিনে প্রায় ১৫৫টি চালানের বিপরীতে ৫৮০টি ট্রাকে করে ১৮ হাজার ১১ মেট্রিক টন মোটা চাল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।

দেশে চালের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে আনতে সরকার দেশের সব বন্দর দিয়ে চাল আমদানির অনুমতি দেয়। এরই ধারাবাহিকতায় গত ২১ আগস্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়।

অর্থাৎ আগস্ট মাসে এক হাজার ২৬০ মেট্রিক টন, সেপ্টেম্বর মাসে পাঁচ হাজার ৪৩৫ মেট্রিক টন, অক্টোবর মাসে পাঁচ হাজার ১৮৮ মেট্রিক টন এবং নভেম্বরে ছয় হাজার ১২৮ মেট্রিক টন চাল ভারত থেকে আমদানি হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, দেশের চালের বাজারে স্থিতিশীল রাখতে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ২১ আগস্ট থেকে চাল আমদানি শুরু হয়। ভারত থেকে চাল আমদানির সময়সীমা থেকে ৩০ নম্বর পর্যন্ত ছিল।

গত চার মাসে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ১৮ হাজার ১১ মেট্রিক টন মোটা চাল আমদানি হয়েছে।

আমদানি হচালের চালানগুলো যথাসময়ে বেনাপোল বন্দর থেকে খালাস নিয়ে দেশের বিভিন্ন এলাকায় চলে গেছে বলে তিনি জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)