চৌগাছা (যশোর) প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চৌগাছাবাসীর সম্মিলিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) প্রেসক্লাব চৌগাছা চত্বরে জামায়াতে আসরের নামাজশেষে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ। মঞ্চে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ও সাধারণ সম্পাদক মাসুদুল হাসান।
দোয়া ও মোনাজাতে অংশ নেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বিএনপির প্রার্থী, দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঝিকরগাছা উপজেলা কমিটির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী, মনোনয়নপ্রত্যাশী যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ মিজানুর রহমান খান ও চৌগাছা উপজেলা বিএনপির বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম। এছাড়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, পৌর জামায়াতের আর মাওলানা আব্দুল খালেক, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বিএনপিনেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, অ্যাডভোকেট আলীবুদ্দীন খান আলী, ইউনুস আলী, হুসাইন আহমেদ, শফিউদ্দিন, দেলোয়ার হোসেন, সাইদুল ইসলাম, সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, জহুরুল ইসলাম বাবু, মাস্টার শহিদুল ইসলাম, আলী কদর, এমএ মান্নান, আরিফুল ইসলাম অসিম, সালাহউদ্দিন আহমেদ, মঈন উদ্দীন মঈন, জসিম উদ্দিন, মেহেরান হাসান জিতু, আসগর আলী, শাহিন হোসেন, মনিরুল আমিন প্রমুখ।
দোয়া ও মোনাজাতে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী অংশ নেন।