যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আসছে তীব্র শৈত্যপ্রবাহ

৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর,২০২৫, ০৯:৪৪ পিএম
আসছে তীব্র শৈত্যপ্রবাহ

শৈত্যপ্রবাহের কারণে তীব্র ঠাণ্ডার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। শীতকালে আগামী তিন মাসের পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তরের তথ্যমতে, এবারের শীতে ২-৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ অবস্থায় তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া দপ্তর জানায়, এবার ৩-৮টি মৃদু (৮-১০ ডিগ্রি সে.) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সে.) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এর মধ্যে ২-৩টি তীব্র শৈত্যপ্রবাহে (৪-৬ ড্রিগ্রি সে.) রূপ নিতে পারে।

তিন মাসের আবহাওয়া বার্তায় আরও বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে।

তবে কখনও কখনও শীতের এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বাড়তে পারে বলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে।

এছাড়া এ সময় সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)