যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দিনমজুরের টাকা নিয়ে পালানোর সময় প্রতারক আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর,২০২৫, ০২:৩৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর,২০২৫, ০৫:৩৬ পিএম
দিনমজুরের টাকা নিয়ে পালানোর সময় প্রতারক আটক

প্রতারণার শিকার শরিফুল ইসলাম নামে এক দিনমজুরের টাকা হাতিয়ে পালানোর চেষ্টাকারী মোতালেব হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে যশোর জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে। আটক মোতালেব মণিরামপুরের মোজাম আলীর ছেলে।

দিনমজুর শরিফুল ইসলাম সাতক্ষীরার তালা উপজেলার রায়পুর গ্রামের নওশের আলীর ছেলে। তিনি নড়াইল এলাকায় দিনমজুরের কাজশেষে সকালে ডাক্তার দেখাতে যশোর আসছিলেন। নড়াইল বাসস্ট্যান্ডে নামার পর মোতালেব তাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে সাড়ে সাত হাজার টাকা হাতিয়ে পালানোর চেষ্টাকালে তিনি ও স্থানীয় লোকজন জেনারেল হাসপাতাল থেকে ধাওয়া করে। হাসপাতাল ক্যাম্পে কর্তব্যরত পুলিশ সদস্য সোহেল রানা তাকে আটক করতে সক্ষম হন।

পরে জিজ্ঞাসাবাদে মোতালেব স্বীকার করে যশোর শহরের চোরমারা দীঘিরপাড় এলাকায় বসবাস করে এবং আগেও কয়েকবার একই ধরনের প্রতারণার ঘটনা ঘটিয়েছে।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘হাসপাতাল পুলিশ ক্যাম্প থেকে একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)