ঝিনাইদহ সংবাদদাতা
পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ঝিনাইদহের কালীগঞ্জে দুটি ভাটায় অভিযান চালিয়ে কাঁচাইট পানি দিয়ে নষ্ট করে দিয়েছে। এসব ভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রে অসঙ্গতি পাওয়া যায়।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে এই অভিযান পরিচালিত হয় কালীগঞ্জ পৌর এলাকার পিন্টু জামানের এইচএমবিএম ও আব্দুর রশিদ খোকনের এএমবিএম নামের ইটভাটায়।
অভিযান পরিচালনার সময় যশোর পরিবেশ অধিদপ্তরের মুনতাসির রহমান, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রবিউল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযানে কাউকে আটক বা জরিমানা করেননি ভ্রাম্যমাণ আদালত। এসময় ভাটার কাঁচাইট ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে নষ্ট করেন।
আভিযানিক দলের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশগত ছাড়পত্র না থাকায় এর আগে ভাটা দুটির স্থায়ী চিমনি পরিবেশ অধিদপ্তর ভেঙে গুড়িয়ে দিলেও পুনরায় ভাটার কার্যক্রম শুরু করেছিলেন মালিক।