স্টাফ রিপোর্টার
, যশোর
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোর জেনারেল হাসপাতালে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার (০১ ডিসিম্বর) বাদজোহর হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচে ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার রবিউল ইসলাম তুহিন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসেন শাফায়াত, নার্সেস অ্যাসোসিয়েশনের যশোর জেলা সভাপতি সাহিদা পারভিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স তাহমিনা পারভিন, পলি খাতুন, ফার্মাসিস্ট জহুরুল ইসলাম, মিলন ঢালীসহ হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন জেনারেল হাসপাতাল মসজিদের ইমাম ও মুহতামিম আব্দুল গনি।