লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধামমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর ) বিকেলে পৌর বিএনপির উদ্যোগে লক্ষ্মীপাশা চৌরাস্তায় দলের নিজস্ব কার্যালয়ে আয়োজিত বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম।
বিশেষ দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সহসভাপতি সৈয়দ আব্দুস সবুর, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আক্তার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, সাইফুল ইসলাম, ছাত্রদলনেতা সাজ্জাদ শিকদার, সরকারি আদর্শ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আনিসুর রহমান, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রিয়াজুল ইসলাম মুন্না, যুগ্ম আহ্বায়ক রিয়াজ খান প্রমুখ।
আলোচনা সভাশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে পৌর বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।