যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইউএনওকে নিয়ে ফেসবুকে অশ্লীল কবিতা পোস্ট করে শিক্ষক কারাগারে

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৩ ডিসেম্বর,২০২৫, ০৭:১৬ পিএম
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর,২০২৫, ০৭:৩১ পিএম
ইউএনওকে নিয়ে ফেসবুকে অশ্লীল কবিতা পোস্ট করে শিক্ষক কারাগারে

নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল কবিতা পোস্ট করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে আলোচিত প্রধান শিক্ষক আ. রহিমকে (৫০) আটক করেছে পুলিশ।

তার বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চাকরিচ্যুত প্রধান শিক্ষক আ. রহিম বুধবার (০৩ ডিসেম্বর) সকালে তার ফেসবুক একাউন্ট থেকে ‘সাড়ে হারামজাদা’ শিরোনামে একটি কবিতা পোস্ট করেন। ওই পোস্টের লিংক আ. রহিম পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদের হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেরণ করেন।

কবিতাটি ফেসবুকে পোস্ট হওয়ার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনরা নানা মন্তব্য করতে থাকেন।

এরপর দুপুর ১২টার দিকে বিষয়টি ইউএনও’র নজরে আসলে তার নির্দেশে লোহাগড়া থানা পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষককে মঙ্গলহাটা গ্রাম থেকে আটক করে ইউএনও’র কার্যালয়ে নিয়ে যায়। সেখানে উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং সাংবাদিকদের উপস্থিতিতে দীর্ঘ আলাপ-আলোচনা শেষে তাকে থানায় সোপর্দ করা হয়।

আ. রহিমের বিরুদ্ধে ইউএনও নিজে বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ইউএনও’র অভিযোগের ভিত্তিতে শিক্ষক আ. রহিমের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)