যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চুয়াডাঙ্গায় দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত, আহত ৯

চুয়াডাঙ্গা সংবাদদাতা

প্রকাশ : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর,২০২৫, ১১:০৫ পিএম
চুয়াডাঙ্গায় দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত, আহত ৯

চুয়াডাঙ্গায় পাওয়ারট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আক্কাস আলী (৫৫) নামে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন ব্যবসায়ী।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা বাজারের অদূরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকজন গরু ব্যবসায়ী রাঙ্গিয়ারপোতা গ্রাম থেকে চুয়াডাঙ্গার শিয়ালমারী হাট থেকে গরু কেনা-বেচা করতে যান। সেখান থেকে পাওয়ারট্রলিযোগে বাড়ি ফিরছিলেন। তারা খাড়াগোদা বাজার এলাকায় পৌঁছালে পাওয়ারট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে সড়কের পাশের গর্তে পড়ে যায়।

দুর্ঘটনায় পাওয়ারট্রলিতে থাকা আক্কাস আলী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন চালকসহ নয়জন। আহতরা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিতুদহ ক্যাম্প ইনচার্জ এসআই সামছুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লাশ নিয়ে গেছে তার পরিবার।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)