স্টাফ রিপোর্টার
, যশোর
পানের সাথে খাওয়ার জন্যে চুটিপুটি নামে ক্ষতিকর পণ্য বিক্রি এবং শিশুদের খাবার চিপসে ক্ষতিকর রঙ মেশানোর জন্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে।
শহরের গোহাটা রোডের দুইটি দোকানে অভিযান চালিয়ে জরিমানা করে তা আদায় করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের সিটি প্লাজার সামনে ভোলানাথ স্টোরে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওই দোকানে পানে খাওয়া ক্ষতিকর চুটিপুটি বিক্রির অপরাধে মালিক অরবিন্দকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
পরে একই রাস্তার এস ডি স্টোরে অভিযান চালানো হয়। সেখানে পাওয়া যায় ক্ষতিকর রঙ মিশ্রিত শিশুখাদ্য চিপস (ভাজা হয়নি)। এ কারণে দোকানমালিক জগদীশ পালকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একইসাথে দুই দোকান থেকে জব্দ করা হয় পণ্যগুলো।
অভিযানকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অফিসার আব্দুর রহমান উপস্থিত ছিলেন।