ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যামামলার অন্যতম আসামি আলম মন্ডলকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ সদস্যরা।
বুধবার সকালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শ্মশানঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আলম মন্ডল পবহাটি গ্রামের মৃত কাজেম মন্ডলের ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, শহরের পবহাটি মোড়ে ব্যবসায়ী মুরাদ হত্যামামলার অন্যতম আসামি আলম মন্ডল বাগেরহাট জেলায় অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার ও বুধবার দুপুরে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
গত শুক্রবার রাতে ব্যবসায়ী মুরাদের সাথে আলম মন্ডলের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জের ধরে শনিবার দুপুরে আলম মন্ডলের ছেলে সৌরভ সঙ্গীদের নিয়ে মুরাদকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের স্ত্রী সাথী বেগম সদর থানায় একটি হত্যা মামলা করেন।