যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইলে গৃহবধূ ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৩ ডিসেম্বর,২০২৫, ০৭:০৯ পিএম
নড়াইলে গৃহবধূ ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

কালিয়া উপজেলায় গৃহবধূ ধর্ষণ মামলায় নাঈম শেখ (২২) নামে এক যুবককে খুলনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে ক্ষতিগ্রস্ত নিজেই নড়াগাতী থানায় নাঈম শেখকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।

গ্রেপ্তার নাঈম শেখ কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের মামুন শেখের ছেলে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীররাতে প্রাকৃতিককর্ম সারতে ঘরের বাইরে বের হলে নাঈম শেখ অগোচরে তার ঘরে খাটের নিচে লুকিয়ে থাকে। রাত প্রায় দুইটার দিকে সুযোগবুঝে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম শেখ দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অনৈতিক কাজে জড়িত। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগও রয়েছে। ঘটনার পর সে খুলনায় পালিয়ে যায়। পরে মোবাইলফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে বুধবার সকাল ১০টার দিকে নড়াগাতী থানা পুলিশ ও খুলনা পুলিশের যৌথ অভিযানে খুলনার মুজগুন্নী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার এবং পরে তাকে নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়।

নড়াগাতী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘মামলার তদন্ত চলছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)