ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক চাপায় আনিসুর রহমান আনিস (৪৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডসংলগ্ন তালমিল নামক স্থানে প্ৗেছালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। তিনি মহেশপুর শহর থেকে মোটরসাইকেল চালিয়ে কোটচাঁদপুর থানায় আসছিলেন।
নিহত আনিস কোটচাঁদপুর মডেল থানায় বেতার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার রামনগর গ্রামের বীরমুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।
কোটচাঁদপুর থানা সূত্রে জানাগেছে, আনিস আগে মহেশপুর থানায় কর্মরত ছিলেন সেই সুবাদে বাসা এখনো মহেশপুর শহরেই আছে। সকালে মহেশপুরে থাকা ভাড়াবাসা থেকে কোটচাঁদপুর থানায় ডিউটিতে আসছিলেন।
কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন তালমিল নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। সে সময় গুরুতর আহত আনিসকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে তা যাচাই করা হচ্ছে। ট্রাকটি আটক করা হলেও পলাতক রয়েছে চালক। তাকে শণাক্ত করা হয়েছে। আইনের আওতায় আনতে অভিযান চলছে। মামলা রুজু করা হবে।
তিনি জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।