যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় দুর্গন্ধ পেয়ে উদ্ধার হলো যুবকের পচাগলা লাশ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৩ ডিসেম্বর,২০২৫, ০৫:৪০ পিএম
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর,২০২৫, ০৭:০১ পিএম
লোহাগড়ায় দুর্গন্ধ পেয়ে উদ্ধার হলো যুবকের পচাগলা লাশ

ইমরুল ভূঁইয়া (৩৬) নামে এক যুবকের পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। নড়াইলের লোহাগড়া শহরের কুন্দশী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর একটার দিকে শহরের কুন্দশী এলাকার নিজবাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ইমরুল ভূঁইয়া কুন্দশী এলাকার লুৎফর রহমান ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে ওই বাড়ি থেকে গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী স্থানীয় থানায় খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায়ের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

ওই এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, ইমরুল ওই বাড়িতে একাই থাকতেন। তার স্ত্রী ও এক মেয়েসন্তান থাকলেও মামলা মোকদ্দমাজনিত কারণে তারা বাড়িতে থাকতো না। ফলে তার মৃত্যু নিয়ে এলাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে।

এলাকাবাসী জানিয়েছে, ইমরুল মাদকাসক্ত ছিলেন। বছরখানেক আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় দফায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার লাশ পচে-গলে গন্ধ বেরোতেই এলাকাবাসী টের পায় যে, তিনি কয়েকদিন আগেই মারা গেছেন।

লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)