সংবাদদাতা, মাগুরা
হঠাৎ করে মাগুরার সকল সরকারি হাইস্কুলের শিক্ষকদের আন্দোলনে চলমান বার্ষিক পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। এতে ক্ষোভ ও অসন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থীসহ অভিভাবকরা।
মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মো. জাহিদুল ইসলাম এবং মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক নির্মল কুমার জোয়াদ্দার রোববার (৩০ নভেম্বর) রাতে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন।
ঘটনার সত্যতা স্বীকার করে তারা জানিয়েছেন, শিক্ষকদের নবম গ্রেডে উন্নীত এবং টাইমস্কেলের দাবিতে সারাদেশেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তাই হঠাৎ করেই ১ ডিসেম্বর থেকে পরবর্তী সকল পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।
বিষয়টি নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন।
অভিভাবক মিজানুর রহমান রেন্টু বলেন, ‘হঠাৎ এভাবে পরীক্ষা বন্ধ হয়ে গেলে ছেলেমেয়েরা তাদের মনোবল এবং লেখাপড়ায় আগ্রহ হারিয়ে ফেলবে। ছাত্র-ছাত্রীকে জিম্মি করে শিক্ষকরা তাদের দাবি আদায়ের আন্দোলন করবে, বিষয়টি খুবই দুঃখজনক। বার্ষিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ করা উচিত।’
অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইভা খাতুন বলেছে, ‘প্রস্তুতি নিয়ে স্কুলে এসে জানতে পারি পরীক্ষা হবে না। কবে হবে তাও স্যাররা বলতে পারেননি। খুবই খারাপ লাগছে।’
আরেক শিক্ষার্থী শাকিরা ইসলাম স্নেহা বলেছে, ‘আদৌ পরীক্ষা হবে কি না আমরা জানি না। আমরা কি এখন লেখাপড়া করবো, না বন্ধ করে বসে থাকবো-বুঝতে পারছি না। শিক্ষকরা আন্দোলন করবেন, করুক। আমাদের পরীক্ষা বন্ধ করে কীসের আন্দোলন?’
মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘হঠাৎ করে বার্ষিক পরীক্ষা বন্ধ করে দাবি আদায়ের আন্দোলন দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে।’