মাগুরা সংবাদদাতা
মাগুরার মোহাম্মদপুর সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহত আব্দুর রহিম (২৭) মাগুরা স্টেডিয়ামপাড়ার মাহবুবুর রহমানের ছেলে।
মাগুরা-মোহাম্মদপুর সড়কের মালিকগ্রাম মান্দারতলায় বুধবার (০৩ ডিসেম্বর) বিকাল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম মোহাম্মদপুরের পলাশবাড়িয়া গ্রাম থেকে মোটরসাইকেলযোগে শহরের স্টেডিয়ামপাড়ায় আসছিলেন বলে জানায় পুলিশ। তিনি মালিকগ্রাম আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় আব্দুর রহিম ও অপর মোটরসাইকেলের চালক রিয়াজ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার রহিমকে মৃত ঘোষণা করেন।
আহত রিয়াজকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।