যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত

২ জন হাসপাতালে

কুষ্টিয়া সংবাদদাতা

প্রকাশ : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর,২০২৫, ০৯:৫০ পিএম
কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় প্রতিরোধ করতে গেলে দুর্বৃত্তরা আরও দুজনকে গুলি করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মহত আলীর ছেলে। আহতরা হলেন-একই গ্রামের সিদ্দিক ফরাজীর ছেলে রবজেল ফারাজী (৪৫) এবং হোসেন মোল্লার ছেলে ইউসুফ মোল্লা (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় রফিকুল ইসলাম, হারান ফারাজির ছেলে মহসিন ফারাজী (৬০) এবং শহিদুল ইসলামের ছেলে ওবাইদুল ইসলাম (৪৫) চায়ের দোকানের বাঁশের তৈরি মাচার ওপর বসে ছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের সামনে এসে খুব কাছ থেকে রফিকুল ইসলামের বুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান রফিকুল ইসলাম।

ঘটনার পর সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় সামনে থেকে তাদেরকে বাঁশ দিয়ে আটকানোর চেষ্টা করেন রবজেল ফরাজী এবং ইউসুফ মোল্লা। সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্য করেও গুলি চালায়। এতে তাদের পায়ে গুলি লাগে। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা গুলিবিদ্ধ রবজেল ফরাজী ও ইউসুফ মোল্লাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শণাক্ত ও গ্রেপ্তারে এলাকায় অভিযান চলছে বলে জানান দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ।

তিনি জানান, দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করেন। নিহত রফিকুলের বুকে একটি গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা শণাক্ত করা যায়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)