স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে বিদেশি পিস্তল, গুলি-ম্যাগজিন ও গাঁজা চালানের আরেক হোতা জালাল উদ্দিন মামুন ওরফে ইন্দুর মামুনকে (৩০) বুধবার আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত ৩০ নভেম্বর গভীররাতে যশোর সদরের মধুগ্রাম থেকে পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও সাড়ে চার কেজি গাঁজাসহ একজনকে আটক করে পুলিশ।
এই চালানের নেপথ্যের অন্যতম হলেন জালাল উদ্দিন মামুন ওরফে ইন্দুর মামুন।
তিনি সদর উপজেলার সুজলপুর হঠাৎপাড়ার মোদাচ্ছের হাওলাদার ওরফে মোতাচ্ছিন হাওলাদারের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বাবলা দাস জানিয়েছেন, অস্ত্র-গুলি ও মাদকসহ মধুগ্রামের লিটন গাজীকে (৩৮) প্রথমে আটক করা হয়। লিটন গাজী ছিলেন বাহকমাত্র। তার কাজ ওই চালান কক্সবাজারে পৌঁছে দেওয়া। বিনিময়ে ৭০ হাজার টাকা পারিশ্রমিক হিসেবে পাবেন। তিনি পুলিশের কাছে অস্ত্রের এই চালানের মূল মালিকদের নাম আদালতে বিচারকের সামনে জবানবন্দিতে জানিয়েছেন। অস্ত্রের উৎস, গন্তব্য, মধ্যস্থতাকারী ও অর্থবিনিয়োগকারীদের একজন হলেন জালাল উদ্দিন মামুন ওরফে ইন্দুর মামুন। লিটন গাজীর তথ্য অনুযায়ী পুলিশ ইন্দুর মামুনকে ধরার চেষ্টা করে। গত ৩ ডিসেম্বর বিকেল সাড়ে চারটার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে সুজলপুরে তার গ্রামের বাড়ি থেকে মামুনকে আটক করা হয়। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে এই অস্ত্র চালানের মূলহোতা কে বা কারা তা আরো পরিস্কার হবে।
এসআই বাবলা দাস জানিয়েছেন, যে রাতে মধুগ্রামে অস্ত্র-গুলি, ম্যাগাজিন ও গাঁজাসহ লিটন গাজীকে আটক করা হয়; সে রাতেই চালানের অর্থবিনিয়োগকারী যশোর শহরের পুরাতন কসবা লিচুবাগান এলাকার কালা তখন যশোর ছেড়ে পালিয়ে যায়। তাকে আটকে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহারসহ নানাকৌশল নিয়েছে।
তিনি বলেন, ‘আটক মামুন ওরফে ইন্দুর মামুনকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’