যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপকসহ দুইজনের বিরুদ্ধে মামলা

ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার নামে ২০ লাখ টাকা হাপিস!

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২ ডিসেম্বর,২০২৫, ০৭:২২ পিএম
আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর,২০২৫, ০৭:৫৪ পিএম
ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার নামে ২০ লাখ টাকা হাপিস!

ঋণ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ-পিএলসি ঝিনাইদহের কালীগঞ্জ শাখার ব্যবস্থাপকসহ দুইজনের বিরুদ্ধে যশোরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে।

যশোরের শার্শা উপজেলার চালিতাবাড়িয়া রাড়ীপুকুর গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে ব্যবসায়ী আলী আকবর মঙ্গলবার (২ ডিসেম্বর) পিটিশন মামলাটি করেন।

আসামিরা হলেন ব্যবস্থাপক তরিকুল ইসলাম এবং যশোর শহরের ষষ্টিতলাপাড়ার বহর আলী সরদারের ছেলে আব্দুর রহিম সরদার।

ব্যবসায়ী আলী আকবর এজাহারে উল্লেখ করেছেন, আসামি আব্দুর রহিম ইসলামী ব্যাংক বেনাপোল শাখায় কর্মরত ছিলেন। সেইসময় থেকে তার সাথে পরিচয়। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ শাখায় বদলি হলে তার মাধ্যমে ম্যানেজার তরিকুল ইসলামের সাথে পরিচয় হয়। তিনি লোন পাসের কথা বললে তারা সম্মতি ও প্রস্তাব দেন। ১২ কোটি টাকা পাইয়ে দেওয়ার জন্য তারা পঞ্চাশ লাখ টাকা দাবি করেন। লোন পাস হওয়ার আগে ২০ লাখ টাকা দাবি করলে তিনি সেই প্রস্তাবে রাজি হন। ৯ দফায় ২০ লাখ টাকা দুইজনের হাতে তুলে দেন। টাকা পাওয়ার এক মাসের মধ্যে লোন পাইয়ে দেওয়ার কথা থাকলেও তারা নানাভাবে ঘুরাতে থাকে। একপর্যায়ে তারা ওই টাকা দেবেন না বলে জানাযন।

চলতি বছরের ৩ নভেম্বর তিনি আসামিদের বিরুদ্ধে নোটিশ জারি করেন। কিন্তু ওই নোটিশের কোনো জবাব দেননি। গত ২৫ নভেম্বর দুপুরে তাদের তিনি বাড়িতে ডেকে পাঠান। সেখানে অন্য লোকজনও ছিল। তাদের সকলের সামনে সাফ জানিয়ে দেন, টাকা দিতে পারবেন না।

অবশেষে প্রতারণা শিকার হয়ে তিনি আদালতে পিটিশনটি দাখিল করেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবা শারমিন অভিযোগটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি যশোর জোনকে নির্দেশ দিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)